প্রতিষ্ঠানের ইতিহাস

9 মাস রক্তক্ষীয় যুদ্ধ এবং ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অরজিত আমাদের এই বাংলাদেশ। সুজলা সুফলা, সবুজে ঘেরা বাংলাদেশের নাটোর জেলার চলন বিলের প্রাণ কেন্দ্রে অবস্থিত খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেছেন চলনবিলের তথা খবজীপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি অগনিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে জীবনের সিংহ ভাগ সময় গবেষনা করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রয়াত অধ্যক্ষ আব্দুল হামিদ। বরতমানে কলেজটিতে এইচ এস সি-তে ২২ টি বিষয় এবং ডিগ্রি-তে ১৫টি বিষয় চালু রয়েছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়ের অধীনে এইচ এস সি, বিএ/বিএসএস এর ষ্টাডি সেন্টার এবং পরিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে এই কলেজ এইচ এস সি-এবং ডিগ্রির ফলাফল অত্যন্ত সন্তোষজনক।